Home » চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম পরিচালনা

চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম পরিচালনা

Author: আইএসপিআর

ঢাকা ০৮ এপ্রিল ২০২৩: গতকাল শুক্রবার (০৭-০৪-২০২৩) ১৭৪৫ ঘটিকায় চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ২০৩০ ঘটিকায় সেনাবাহিনীর একটি সার্চ এন্ড রেসকিউ এবং একটি মেডিকেল দল মোতায়েন করা হয়। এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।

পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোন নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গতকাল রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যগণ পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

সম্পর্কিত পোস্ট