Home » জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্যের একটি প্রতিনিধিদল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্যের একটি প্রতিনিধিদল

Author: আইএসপিআর

ঢাকা, ২২ জুন ২০১৯ ঃ একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর নেতৃত্বে ১০ (দশ) সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ০৫ (পাঁচ) দিনের সরকারি সফরে আজ শনিবার (২২-৬-২০১৯) ডিআর কঙ্গো এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে উক্ত প্রতিনিধিদল, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি, তারা বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর কন্টিনজেন্টসমূহও পরিদর্শন করবেন। এছাড়াও, উক্ত প্রতিনিধিদল কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কঙ্গোতে তারা এসআরএসজি, ডিএসআরএসজি, ফোর্স কমান্ডার, ইউএন পুলিশ কমিশনার এবং ইতুরি প্রদেশের গর্ভনর এর সাথে মত বিনিময় করবেন।

সফর শেষে উক্ত প্রতিনিধিদল আগামী ২৯ জুন ২০১৯ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত পোস্ট