Home » জার্মানি সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

জার্মানি সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২০ঃ জার্মানি সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী আজ শুক্রবার (২৮-০২-২০২০) বিকেলে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

সফরকালে নৌপ্রধান জার্মানিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দু’টি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট (এমপিএ) এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সেইসাথে এমপিএ দু’টির নির্মাতা প্রতিষ্ঠান ‘রুয়াগ এ্যারোস্পেস’ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া, তিনি উক্ত নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিলিক্স আম্মান (Mr Felix Amman) সহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।

উল্লেখ্য, জার্মানি সফরের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান গত ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ঢাকা ত্যাগ করেন।

সম্পর্কিত পোস্ট