Home » জেমকন ভিক্টরি ডে গলফ টুর্ণামেন্ট সমাপ্ত

জেমকন ভিক্টরি ডে গলফ টুর্ণামেন্ট সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২১ঃ ‘জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট ২০২১ শুক্রবার (১০-১২-২০২১) কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ব্যাংকুয়েট হল’এ বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে পুরুষদের মধ্যে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের জনাব তাসনিম কারার উইনার এবং কুর্মিটোলা গলফ ক্লাবের মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন রানার-আপ হন। অপরদিকে মহিলাদের মধ্যে কুর্মিটোলা গলফ ক্লাবের মিসেস তসলিমা ইউসুফ লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেঃ কর্ণেল এম এম গোলাম মোহায়মেন (অবঃ) এবং জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান মিঃ কাজী নাবিল আহমেদ, এমপি, পরিচালক কাজী এনাম আহমেদ ছাড়াও উক্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ০৮-১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত তিন দিন ব্যাপী টুর্নামেন্টে দেশী-বিদেশী প্রায় ৬০০ (ছয়শত) জন গলফার অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট