Home » ঢাকা সিএমএইচ এ রাবেয়া ও রোকেয়ার অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা স্থিতিশীল

ঢাকা সিএমএইচ এ রাবেয়া ও রোকেয়ার অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা স্থিতিশীল

Author: আইএসপিআর

ঢাকা, ২৬ আগস্ট ২০১৯ (সোমবার) ঃ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গত ০১ আগস্ট ২০১৯ তারিখে ঢাকা সিএমএইচ-এ ৩৩ ঘন্টা ব্যাপী মাথা জোড়া লাগানো যমজ বাচ্চা রাবেয়া ও রোকেয়ার অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। অপারেশনের পরে হাংগেরীয় মেডিকেল টিমের সদস্যরা দেশে প্রত্যাবর্তনের পরে ঢাকা সিএমএইচ এর একটি মেডিকেল টীম সার্বক্ষণিকভাবে বাচ্চা দুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। উক্ত মেডিকেল টীম অপারেশন পরবর্তী জটিলতা কাটিয়ে ওঠার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে রোকেয়ার পরিস্থিতি রাবেয়ার তুলনায় কিছুটা জটিল। রাবেয়ার অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা এখন যথেষ্ট ভাল ও স্থিতিশীল। রোকেয়ার অপারেশন পরবর্তী অচেতনতা এখনো কিছুটা রয়ে গেছে। সৃষ্টিকর্তার কৃপায় এবং চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় অচিরেই সে সুস্থ হবে এটাই সকলের কামনা।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে বাচ্চা দুটির শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন।

 

সম্পর্কিত পোস্ট