Home » দারফুর সুদানের শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

দারফুর সুদানের শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ আগস্ট:- শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (এবহবৎধষ অনঁ ইবষধষ গঁযধসসধফ ঝযধভরঁষ ঐঁয়) ০৬ সদস্যের একটি টিম নিয়ে আজ রবিবার (২৮-৮-২০১৬) সুদানের দারফুরের উদ্দেশ্যে ঢাকাস্থ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তিনি সেখানে মোতায়েনরত দুটি বাংলাদেশী কন্টিনজেন্টের শান্তিরক্ষীদের সাথে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়াও তিনি সুদান সরকার এবং মিশন হেডকোয়ার্টারস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

পরবর্তীতে সেনাপ্রধান ০২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে নিউ ইয়র্ক এ অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে যাবেন। সেখান তিনি ইউএন সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে শান্তিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

সম্পর্কিত পোস্ট