Home » নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা সমাপ্ত

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা ২২ জুলাই ২০১৬ ঃ  বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৬ আজ শুক্রবার (২২-০৭-২০১৬) ঢাকা সেনানিবাসে নৌবাহিনী ঘাঁটি হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মোহাম্মদ সাইফুল কবির, এনবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন দলের এম শিউল ইসলাম, এলএস প্রথম, একই দলের এম এম উদ্দিন, এলআরও(জি) দ্বিতীয়, এবং বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম আবদাল হোসেন, আরইএন-২/ইউটি তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে আযান প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের ওয়াই এ রাসেল,এবি  প্রথম, ও এম এ আজীজ, পিও এবং এম ইউসুফ খান, ইআরএ-৪ যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে। তাছাড়া বানৌজা মংলা দলের এম টি ইসলাম, এলএস তৃতীয় স্থান অধিকার করে।

সম্পর্কিত পোস্ট