Home » নৌবাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

নৌবাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

Author: আইএসপিআর

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ঃ ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়া, পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, ভিএম, এডিসি (Air Chief Marshal Birender Singh Dhanoa, PVSM, AVSM, YSM, VM, ADC) আজ বৃহস্পতিবার (১৪-০২-২০১৯) ঢাকার বনানীস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি (A M M M Aurangzeb Chowdhury, NBP, OSP, BCGM, PCGM, BCGMS, ndc, psc) এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এর আগে, ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাঁকে স্বাগত জানান।

সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে গত রবিবার বাংলাদেশে আসেন।

সম্পর্কিত পোস্ট