Home » প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২১: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসাবে শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত কর্মকর্তাগণের হাতে সনদ, ক্রেস্ট ও সম্মানী তুলে দেন।

মন্ত্রণালয়ের ৯ম গ্রেড এবং তদুর্দ্ধ কর্মকর্তাদের মধ্য হতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অতিরিক্ত সচিব জনাব সেলিনা হক, ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে মনোনীত হয়েছেন জনাব জিয়াউর রহমান মুন্না, অফিস সহকারী কাম-কম্পিউটর মুদ্রাক্ষরিক।মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার পক্ষে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামান এনডিসি, পিএসসি।

 

প্রধান অতিথি হিসাবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সৎ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে দপ্তর/সংস্থার শুদ্ধাচার ফোকাল পয়েন্টগণ, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট