Home » প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এর মরদেহ দেশে ফিরছে আজ

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এর মরদেহ দেশে ফিরছে আজ

Author: আইএসপিআর

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০১৯ ঃ- মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, বীর বিক্রম, ওএসপি, পিএসসি, এর মরদেহ আজ বুধবার (১৮-১২-২০১৯) সন্ধ্যা ৬ ঘটিকায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে আনা হবে। পরে তাঁর মরদেহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ রাখা হবে। তাঁর নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে (সেনাকুঞ্জের বিপরীতে) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের উদ্দেশে হেলিকপ্টারযোগে বেলা ১২ ঘটিকায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, তিনি গতকাল মঙ্গলবার (১৭-১২-২০১৯) বিকাল ৫-১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ০১-০১-১৯৬০ সালের চট্ট্রগ্রামের সাতকানিয়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৮০ সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। গত ২৮-১১-২০১১ সালে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ২ কন্যা সন্তান রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট