Home » প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান এর ভারতের বিশাখাপত্তম এর উদ্দেশ্যে শ্রীলংকার কলম্বো বন্দর ত্যাগ

প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান এর ভারতের বিশাখাপত্তম এর উদ্দেশ্যে শ্রীলংকার কলম্বো বন্দর ত্যাগ

Author: আইএসপিআর

ঢাকা ১০ সেপ্টেম্বর ২০১৯: শ্রীলংকায় ৭ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান আজ (১০-০৯-২০১৯) দুপুরে ভারতের উদ্দেশ্যে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে। জাহাজটি জেটি ত্যাগের প্রাক্কালে শ্রীলংকা নৌবাহিনীর প্রশ্চিমাঞ্চল এরিয়ার সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় শ্রীলংকান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে বলে আসা করা যায়। সেখানে ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। শ্রীলংকা প্রশিক্ষণ সফর উপলক্ষে গতকাল ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশে হাই কমিশন জাহাজে শ্রীলংকান নৌবাহিনীর সম্মানে এক ডিনারের আয়োজন করেন। উক্ত ডিনারে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সচিব জেনারেল SHS KOTTEGODA (Rtd) উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় শ্রীলংকা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সফরকালে শ্রীলংকা নৌবাহিনীর জুনিয়র অফিসারগণ বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযান এর অধিনায়ক শ্রীলংকার পশ্চিমাঞ্চাল নৌ কমান্ডার রিয়ার এডমিরাল SUMITH WEERA SINGHE এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

শ্রীলংকার Cheif of Defence Staff এডমিরাল RC WIJEGUNARATNE ; Commander of Sri Lanka Navy, Vice Admiral KKVPH De Silva; Commander of SLN Air Force Air Marshal DLS Dias উপস্থিত ছিলেন। এছাড়া শ্রীলংকায় অবস্থিত বিভিন্ন দেশের ডিফেন্স এডভাইজারগণ এতে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি একটি কেক কাটেন। বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম এধান অতিথিকে জাহাজের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। একই দিন দুপুরে শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনার কমান্ডার S Aslam Parvez (TAS) বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। ০৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শ্রীলংকা নৌবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর দলের মধ্যে এক প্রীতি বাস্কেটবল খেলা কলম্বোর GUNUMU Base এ অনুষ্ঠিত হয়। এতে শ্রীলংকা নৌবাহিনী দল ২৪-১৯ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে।

উল্লেখ্য গত ০১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রাণালয়/ বাহিনী/ সংস্থা হতে মোট ২৫৭ জন সদস্য নিয়ে বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে।

সম্পর্কিত পোস্ট