Home » বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ ওপেনিং কনভোকেশন-২০১৭ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ ওপেনিং কনভোকেশন-২০১৭ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০২ জানুয়ারি ২০১৭: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)Ñএর ২০১৭ শিক্ষাবর্ষের “Opening Convocation and Freshers’ Reception-2017”   আজ সোমবার (০২-১-২০১৭) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো: সালাহ্উদ্দিন মিয়াজী  (Maj Gen Md Salahuddin Miaji) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম কানুন তুলে ধরার পাশাপাশি ছাত্রদের পাঠে মনোযোগী হয়ে দেশের চলমান উন্নয়নে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন । অত:পর মাননীয় উপাচার্য ২০১৭ শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিইউপি’র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

01OPENING-CONVOCATION-2017-অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অনুষদের নির্ধারিত প্রতিনিধি কর্তৃক নিজস্ব পতাকা বহন করেন এবং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানগন ও শিক্ষকবৃন্দ পতাকা বহরের মাধ্যমে তাদের আসন গ্রহণ করেন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ (Prof Dr Nazmul Ahsan Kalim ullah) সহ অন্যান্য সকল উদ্ধর্তন কর্মকতা,শিক্ষক,নবীন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় ।

সম্পর্কিত পোস্ট