Home » বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২২ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (০৩-০২-২০২২) টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে সমাপ্ত হয়। বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৭৫৩ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে। বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) দলের স্কোয়াড্রন লীডার রাজীব আহমেদ চৌধুরী, শিক্ষা রাইফেল ফায়ারিং এ ১৩৮ এবং পিস্তল ফায়ারিং এ ১১৭ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ, বিএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটি এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ০২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর রুসাদ দীন আছাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট ০৭ টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট