Home » বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ২৬ আগস্টঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৬-০৮-২০২১) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে সমাপ্ত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ৩-০ সেটে বিমান সদর ইউনিট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলের স্কোয়াড্রন লীডার সৈয়দ মেহেদি হাসান সেরা খেলোয়াড় বিবেচিত হন।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, বিবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর হাসান মাহমুদ খান, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, বিমান বহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট