Home » বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ পরিচালনা

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ পরিচালনা

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ অক্টোবর ঃ- ইলিশ সম্পদ সংরক্ষণে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ০৭-২৮ অক্টোবর ২০১৮ (২২ দিন) পর্যন্ত ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮” চলমান রয়েছে। এরই লক্ষ্যে সরকার ইলিশ প্রজনন ক্ষেত্রের ৭ হাজার বর্গকিলোমিটার এলাকা চিহ্নিত করে এসব এলাকায় ইলিশ মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ করেছে। উক্ত অভিযানের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও আকাশ হতে অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থাান চিহ্নিত করণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার কর্তৃক সার্বক্ষনিক বিশেষ অপারেশন এবং পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অভিযান কার্যক্রম আগামী ২৮ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট