Home » বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন

Author: আইএসপিআর

ঢাকা, ১৫ নভেম্বর ২০১৯ ঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ Commander of the Air Force and Air Defense, United Arab Emirates এর আমন্ত্রণে শুক্রবার (১৫-১১-২০১৯) ০৪ দিনের এক সরকারী সফরে সংযুক্ত আরব আমিরাত এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইতে অনুষ্ঠিতব্য Dubai International Air Force Commanders Conference এবং Dubai Air Show 2019 এ অংশগ্রহণ করবেন। Dubai International Air Force Commanders Conference এর মূল বিষয়বস্তু হলো “Building a more Agile and Adaptive Fighting Force : Balancing the Hi & Low-Tech Solution”.

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

 

সম্পর্কিত পোস্ট