Home » বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক শীতবস্ত্র বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ০৩ জানুয়ারিঃ- বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাফওয়ার সম্মানিত সভানেত্রী তাহ্মিদা হান্নান-এর দিক নির্দেশনায় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সোমবার (০৩-০১-২০২২) শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়। বাফওয়া সভানেত্রী ঢাকা সেনানিবাসস্থ বাফওয়ার প্রধান কার্যালয়ে দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র ও শীতার্তদের মাঝে ২,৫০০টি কম্বল বিতরণ করা হবে। এ কার্যক্রমের আওতায় বাফওয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক প্রেরিত শীতবস্ত্রসমূহ পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার ও শমসেরনগরে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট