Home » বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা – ২০২১ সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা – ২০২১ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৭ অক্টোবর ২০২১ ঃ সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০৭ অক্টোবর ২০২১) সিলেট সেনানিবাসে অনুষ্ঠিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভশনের ল্যান্স কর্পোরাল (জিডি) মোঃ রবিউল আওয়াল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশনের সৈনিক (ইএন্ডবিআর) আরদীপ রবি দাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড় ছাড়াও সিলেট এরিয়ায় কর্মরত ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০২ অক্টোবর ২০২১ তারিখ হতে শুরু হওয়া উক্ত কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট