Home » বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২০ (মঙ্গলবার)ঃ নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি গতকাল সোমবার (১০-২-২০২০) নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী (Bidhya Devi Bhandari) এবং প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলি (KP Sharma Oli) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাঁদের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, গতকাল (১০ ফেব্রুয়ারি ২০২০) সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবাহিনীর বীরেন্দ্র পিস অপারেশন ট্রেনিং সেন্টার (BPOTC) পরিদর্শন করেন। তিনি আজ নেপাল সেনাবাহিনীর একটি ইউনিটও পরিদর্শন করেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আজ (১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ) দেশে প্রত্যাবর্তন করেছেন।

সম্পর্কিত পোস্ট