Home » বিইউপিতে ওপেনিং কনভোকেশন এবং ফ্রেশার্স রিসেপশন-২০১৯ অনুষ্ঠিত

বিইউপিতে ওপেনিং কনভোকেশন এবং ফ্রেশার্স রিসেপশন-২০১৯ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০২ জানুয়ারি ২০১৯: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ২০১৯ শিক্ষাবর্ষের “ঙঢ়বহরহম ঈড়হাড়পধঃরড়হ ধহফ ঋৎবংযবৎং’ জবপবঢ়ঃরড়হ-২০১৯” মিরপুর সেনানিবাসস্থা বিইউপি ক্যাম্পাসে বুধবার (০২-০১-২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (গধল এবহ গফ ঊসফধফ-টষ-ইধৎর, হফপ, ঢ়ংপ, ঃব)।

অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অনুষদের নির্ধারিত প্রতিনিধি কর্তৃক নিজস্ব পতাকা বহন করেন এবং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ পতাকা বহরের মাধ্যমে তাঁদের আসন গ্রহণ করেন। বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুব সরওয়ার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+ (ইৎরম এবহ গফ গধযনড়ড়ন ঝধৎধিৎ, হফপ, ধভপি, ঢ়ংপ, এ+) স্বাগত বক্তব্য প্রদান করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরার পাশাপাশি ছাত্রদের পাঠে মনোযোগী হয়ে দেশের চলমান উন্নয়নে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। অতঃপর মাননীয় উপাচার্য ২০১৯ শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৯ শিক্ষাবর্ষে বিইউপির ৪ টি অনুষদের অধীনে ১৬টি বিভাগে নতুন ভর্তিকৃত মোট ১২৫০ জন শিক্ষার্থীর উদ্দেশ্যে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউপি বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন (উৎ. ঝুবফ অহধিৎ ঐঁংধরহ) ও বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার (চৎড়ভবংংড়ৎ গ অনঁষ কধংযবস গড়ুঁসফবৎ, চযউ.)।

উক্ত অনুষ্ঠানে বিইউপির উ”চপদস্থা কর্মকতা, শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিাত ছিলেন ।

সম্পর্কিত পোস্ট