Home » বিইউপিতে “হিউম্যান ইম্পাওয়ারমেন্ট এন্ড এটটেইনিং সাস্টেইনএবল ডেভেলপমেন্ট গোল ইন বাংলাদেশ: কেস অব উইমেন এন্ড মার্জিন্যাল কমিউনিটি ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিইউপিতে “হিউম্যান ইম্পাওয়ারমেন্ট এন্ড এটটেইনিং সাস্টেইনএবল ডেভেলপমেন্ট গোল ইন বাংলাদেশ: কেস অব উইমেন এন্ড মার্জিন্যাল কমিউনিটি ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ৩১ অক্টোবর ২০১৯: মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (৩১-১০-২০১৯) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স (এফএএসএস) এর সমাজবিজ্ঞান বিভাগের উদ্দ্যোগে “হিউম্যান ইম্পাওয়ারমেন্ট এন্ড এটটেইনিং সাস্টেইনএবল ডেভেলপমেন্ট গোল ইন বাংলাদেশ: কেস অব উইমেন এন্ড মার্জিন্যাল কমিউনিটি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান জাতীয় সংসদ এর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি (Dr. Shirin Sharmin Chaudhury, MP)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md Emdad-Ul-Bari, ndc, psc, te) এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার, (Professor M Abul Kashem Mozumder, PhD)। এছাড়া প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান (Dr. Monirul Islam Khan).

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন দুটি অপরিহার্য শর্ত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য দারিদ্র্য বিমোচন, সবার জন্য শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করণ, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের সাথে সাথে এই দুটি বিষয় নিশ্চিত করাটা একটি বিশাল চ্যালেঞ্জ। তিনি চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংকট মোকাবিলায় সবার সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।

ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স (এফএএসএস) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন। এছাড়াও উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট