Home » বিইউপিতে “Climate Change Concern: Bangladesh Perspective” and “Sena LPG-BUP Environmental Fest 2018” অনুষ্ঠিত

বিইউপিতে “Climate Change Concern: Bangladesh Perspective” and “Sena LPG-BUP Environmental Fest 2018” অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ অক্টোবর ২০১৮: মিরপুর সেনানিবাসস্থা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এর ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সাইন্স এর উদ্যোগে আজ মঙ্গলবার (১৬-১০-২০১৮) “ÒClimate Change Concern: Bangladesh Perspective” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার পরবর্তী বিইউপি কনকোর্সে “Sena LPG-BUP Environmental Fest 2018” এর উদ্বোধনী অনুষ্ঠিতহয়। ফেস্টের উদ্দেশ্যে ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করা।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এমপি (Mr. Anwar Hossain Manju, MP)। প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিাত ছিলেন ড. আইনুন নিশাত (Dr Ainun Nishat), প্রফেসর এমিরেটাস, ব্রাক ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md Emdad-Ul-Bari, ndc, psc, te) ও উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার (Professor M Abul Kashem Mozumder, PhD.)।

উক্ত অনুষ্ঠানে বিইউপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিাত ছিলেন।

সম্পর্কিত পোস্ট