Home » বিইউপিতে Inter-University Policy Making Competition এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিইউপিতে Inter-University Policy Making Competition এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা: ০৮ নভেম্বর ২০১৯: BUP Inter-University Policy Making Competition (POMAC 1.0)-2019) এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৭-১১-২০১৯) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে ইকোনমিক্স ক্লাব (বিইউপিইসি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিইউপির ১০০ জন প্রতিযোগীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতাটি গত ১৩ অক্টোবর ২০১৯ তারিখে শুরু হয়েছিল।

উক্ত প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট