Home » বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৯ অনুষ্ঠিত

বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৯ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ঃ প্রতি বছরের ন্যায় এ বছরও সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি ট্রেনিং গ্রাউন্ডে বিএনসিসি অধিদপ্তর কর্তৃক ০৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ হতে ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত ১২ দিন ব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পিং এ দেশের ২২০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬৩৯ জন ক্যাডেট এবং ২৫৫ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। প্রতি বছর দেশের বিভিন্নœ স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় থেকে আগত বিএনসিসি অধিদপ্তরের সেনা,নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নেতৃত্বের গুনাবলী বিকাশ, ভ্রাতৃত্ববোধ ও দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে সেন্ট্রাল ক্যাম্পিং আয়োজন করা হয়। এছাড়াও, সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটদের প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প, অগ্নিনির্বাপন এবং প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের মানসিক ও শারিরীক উৎকর্ষতা সাধনের জন্য ড্রিল, ফায়ারিং, ব্যান্ড, আন আর্মড কম্ব্যাট ডিসপ্লে, ভলিবল, ব্যাডমিন্টন, নাচ, গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৯ এর সমাপনী অন্ষ্ঠুানে একটি কুচকাওয়াজেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন এএফডব্লিউসি, পিএসসি, জি+। ক্যাডেটদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বিএনসিসি’র ক্যাডেটদেরকে তিনি দেশের ভবিষ্যৎ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বিএনসিসির শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেইসাথে বিএনসিসির তরুন সদস্যদের মাধ্যমে এ দেশের চলমান উন্নয়ন আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন। তিনি কেন্দ্রীয় ক্যাম্পে উপস্থিত সকলের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বশেষে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাতেন খান, পিএসসি, জি মাননীয় প্রধান অতিথিকে তাঁর মূল্যবান সময় ব্যয় করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিএনসিসির একটি ক্রেষ্ট উপহার দেন।

সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৯ এর পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট