Home » বিমান বাহিনীর অপস্ কনভার্শন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত

বিমান বাহিনীর অপস্ কনভার্শন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১০ আগস্টঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৩য় অপারেশনাল কনভার্শন কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১০-০৮-২০১৭) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবস্থিত ২৫ নং স্কোয়াড্রনে অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ পাইলটদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এফ-৭ এমবি / এফটি-৭ বি যুদ্ধবিমানের উপর পাঁচ জন বৈমানিক কনভার্শন কোর্স সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটদের উদ্দেশে বলেন, “আমাদের প্রিয় মাতৃভ’মির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তত থাকতে হবে।” তিনি আরো বলেন, আমাদের অত্যাধুনিক সশস্ত্র বাহিনী দরকার এবং সেক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমডোর এম মফিদুর রহমান ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট