Home » বিমান বাহিনী প্রধানের ইতালি সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বিমান বাহিনী প্রধানের ইতালি সফর শেষে দেশে প্রত্যাবর্তন

Author: আইএসপিআর

ঢাকা, ২১ মেঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ইতালির বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এনজো ভেস্সিয়ারেল্লি এর আমন্ত্রণে এক সরকারী সফর শেষে আজ রবিবার (২১-০৫-২০১৭) ইতালি থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন।
ইতালিতে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান সফরসঙ্গীসহ ইতালির বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন এবং ঐদেশের বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়াও সফরকারী দলটি ইতালির বিমান বাহিনীর উড্ডয়ন প্রশিক্ষণ শাখা ও রাডার মেরামত ইউনিটসহ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করেন। তাছাড়া সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীকে হেলিকপ্টার প্রদানকারী ইতালীয় কোম্পানীদের মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো কোম্পানীর বিভিন্ন স্থাপনা ও কর্মকান্ড পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধানের ইতালি সফর দুই দেশের সামরিক বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট