Home » বিমান বাহিনী প্রধানের চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন

বিমান বাহিনী প্রধানের চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন

Author: আইএসপিআর

ঢাকা, ২১ সেপ্টেম্বরঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি ০৬ দিনের সরকারী সফর শেষে গত শনিবার (২১-০৯-২০১৯) চীন হতে দেশে প্রত্যাবর্তন করেছেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান General Wei Fenghe, State Councillor and Minister of National Defence, China Ges PLA Air Force এর কমান্ডার General Ding Laihang এর সাথে সাক্ষাত করেন।  সাক্ষাতকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশি­ষ্ট বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন ইনষ্টিটিউট অব পিএলএএএফ রিসার্চ একাডেমি, চায়না এ্যাস্ট্রোনট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, AVIC Guizhou Aircraft Co. Ltd, Regiment 1 of Flight Test and Training Base (J-10) Ges Brigade 4 of Shijiazhuang Flying College (J-7) সহ চীনের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা/প্রকল্প পরিদর্শন করেন যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরজ্ঞামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

চীনে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনের State Administration for Science, Technology and Industry for National Defense (SASTIND), China National Aero-Technology Import & Export Corporation (CATIC), China National Electronics Import & Export Corporation (CEIEC), China Poly Group, China Precision Machinery Import-Export Corporation (CPMIEC), China Electronics Technology Group (CETC) I Aerospace Long-March International Trade Co Ltd (ALIT) এর উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই চীন সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও পিএলএ বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগীতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পারিক সহযোগীতা ও সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। উলে­খ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি PLA Air Force এর আমন্ত্রণে গত রবিবার (১৫-০৯-২০১৯) এক সরকারী সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সম্পর্কিত পোস্ট