Home » ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অপর্ণ

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অপর্ণ

Author: আইএসপিআর

ঢাকা, ০১ ডিসেম্বর ২০১৬ ঃ বাংলাদেশ সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু র্পারিকার (Shri Manohar Gopalkrishna Prabhu Parrikar) আজ বৃহস্পতিবার (০১-১২-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
তিনি শিখা অনির্বাণে পৌঁছালে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে অভ্যর্থনা জানান। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরবর্তীতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তাঁর সফর সঙ্গীগণসহ চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।

উল্লেখ্য, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বাংলাদেশে আগমন করেন। ঐদিনই প্রতিনিধিদলটি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে এবং এর পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) এর সাথেও সৌজন্য সাক্ষাত করেন ।

সম্পর্কিত পোস্ট