Home » মংলা বন্দরের অদূরে উত্তাল সমুদ্রে আটকে পড়া বিদেশী জাহাজ হতে ১৯ বাংলাদেশী শ্রমিককে উদ্ধার করেছে নৌবাহিনী

মংলা বন্দরের অদূরে উত্তাল সমুদ্রে আটকে পড়া বিদেশী জাহাজ হতে ১৯ বাংলাদেশী শ্রমিককে উদ্ধার করেছে নৌবাহিনী

Author: আইএসপিআর

ঢাকা, ০৫ এপ্রিল ২০১৭ঃ   দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরের অদূরে উত্তাল সমুদ্রে খাদ্য ও পানি সংকটে ৮দিন আটকে থাকার পর পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ ‘এমভি ইস্ট অথয়া’ থেকে ১৯ বাংলাদেশী শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ করতোয়া। আজ বুধবার (০৫-০৪-২০১৭) তাদেরকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার পর স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া খাদ্য ও পানি সংকটে পড়া বিদেশী জাহাজটির ক্রুদের জন্যও ২ টন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে নৌবাহিনী।

উল্লেখ্য, পানামা পতাকাবাহী এমভি ইস্ট অথয়া (MV EAST AYUTTHAYA) নামের জাহাজটি কয়লা নিয়ে গত ১২ মার্চ  বঙ্গোপসাগরের মংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয় সংলগ্ন উত্তাল সমুদ্রে নোঙ্গর করে। গত ২৪ মার্চ জাহাজটির কয়লা খালাসের কাজে স্থানীয় লাইটার জাহাজে ১৯ জন বাংলাদেশী শ্রমিক উক্ত জাহাজে আরোহণ করে। পরে জাহাজে থাকা অন্যান্যদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও খালাস কাজের জন্য আরও চারটি লাইটার জাহাজ পাঠানো হলেও সমুদ্র উত্তাল থাকায় জাহাজের পার্শ্বে ভিড়তে না পেরে সেগুলো মংলায় ফেরত আসে। মংলা থেকে বিদেশী ওই জাহাজে কাজ করতে যাওয়া স্থানীয় ১৯ বাংলাদেশীদের খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় মালামাল গত ২৮ মার্চ ফুরিয়ে যায়। এই অবস্থায় খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকা সত্ত্বেও নৌবাহিনী যুদ্ধজাহাজ করতোয়া আজ সকালে উক্ত বিদেশী জাহাজ থেকে ১৯ বাংলাদেশী শ্রমিককে উদ্ধার করে।

সম্পর্কিত পোস্ট