Home » মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ মার্চ: আগামীকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ৪৩ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ১১ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২০ (বিশ) জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো:সহিদুল ইসলাম, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো: ইউনুস আলি, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো: আসলাম আলী খান, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (এ ই) মো: এলাহী বক্স, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (এই) মোঃ মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (এফঅবএস) নজমুল হুসাইন মাহমুদ, সিগন্যাল; অনারারী লেফটেন্যান্ট (এফঅবএস) মোহাম্মদ সফিকুল ইসলাম, সিগন্যাল; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো: বজলুল রহমান, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোঃআনোয়ার হোসেন,বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোঃ জয়নাল আবেদীন, বীর; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোহাম্মদ হোসেন, বীর; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোঃ আবুল হোসেন,বীর; অনারারী লেফটেন্যান্ট (এমটি) শেখ শফিউল আলম; অনারারী লেফটেন্যান্ট (এমটি) মো: আব্দুস ছামাদ,এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এমটি) মোঃ ফারুক আলম, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহা: শফিকুল ইসলাম, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো: নজরুল ইসলাম, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (এএটিটি) মো: আব্দুল মতিন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: হারেজ আলী, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (জিডি) সৈয়দ শাখাওয়াত হোসেন, সিএমপি ।

সেনাবাহিনীর ৪৩ (তেতাল্লিশ) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মোঃ আব্দুল মান্নান, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মোঃ রেজাউল করিম, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোঃ মহিদুল মাওলা, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মোঃ রেজাউল করিম, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো: বাবুল হোসেন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (কার্পেন্টার) মো: ওমর আলী, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএস) মো:আব্দুল হক খাঁন, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ ইলিয়াস, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ রফিকুল ইসলাম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) শেখ রেজাউল কবীর, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ জামাল উদ্দিন খান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) নাছির আহমদ চৌধুরী, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) এ কে এম নজরুল ইসলাম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ মজিবুর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ আলাউদ্দিন প্রামানিক, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ আলী হাং, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: আব্দুল আউয়াল, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি), মো: জাকির হোসেন,ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহাম্মদ হেলাল উদ্দিন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহাম্মদ জাবের সিদ্দিক মোল্লা, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: সফিকুল রহমান ভূঞা, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মোসলেম উদ্দিন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: ওয়াহিদুজ্জামান ফকির, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: রফিকুল ইসলাম আখন্দ, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ ফারুখ হোসেন হাওলাদার, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: আনিসুজ্জামান, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) কাজী জসিম উদ্দিন, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: বাহারুল আলম,বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি)এইচ এম নুরুল ইসলাম,বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মনির হোসেন শেখ, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: এমদাদ হোসেন খাঁন, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ আমিরুল ইসলাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মন্তাজ আলী, বীর; ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মাসুদ খাকী, বীর; ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: খসরুল ইসলাম গাজী, এএসরি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো: জয়নাল আবেদীন,অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো: জয়নাল আবেদীন, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো: ছামিউল ইসলাম,অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ইএম) মো: আবদুল আজিজ তালুকদার, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএআই) মো:আব্দুস সাত্তার শেখ,ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: হারুনর রশিদ, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) মো: মতিউর রহমান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো:জমায়েত আলী খান, সিএমপি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ষ্টেনো) মো: জিল্লর রহমান সরকার, এসিসি।

বাংলাদেশ নৌবাহিনী:-

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ১১ (এগার) জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন: মোহাম্মদ আতিকুর রহমান ভূঁঞা, এমসিপিও (এল); মোঃ রেজাউল করিম, এমসিপিও (এক্স)(জিআই); মোঃ সরোয়ার হোসেন, এমসিপিও (মেড)(ল্যাবটেক); মোহাম্মদ আব্দুল মালেক, এমসিপিও (আর); মোঃ হাবিবুর রহমান, এমসিপিও (ই)এনপিপি; মোহাম্মদ বদিউল আলম, এমসিপিও(এক্স)(কিউএ-১); প্রবীর কুমার মল্লিক, এমসিপিও (এক্স)(পিটি-১); সুকুমার রায়, এমসিপিও(আর); মোহাম্মদ জামসেদ আলী মোল্লা, এমসিপিও(এস); মোহাম্মদ হানিফ, এমসিপিও(ও/ই); খন্দকার বাহাউদ্দিন আহাম্মদ, এমসিপিও (কম)।

সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০১৮ থেকে কার্যকর হবে এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট