Home » মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম ইন্তেকাল করেছেন

মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম ইন্তেকাল করেছেন

Author: আইএসপিআর

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২: মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম অদ্য ০৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার বিকেল ০৪ টা ৪৭ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজকের বিমান বাহিনীর সূতিকাগার হিসেবে বিবেচিত ঐতিহাসিক ‘কিলো ফ্লাইটের’ সক্রিয় সদস্য হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অসীম সাহস, দৃঢ় সংকল্প এবং অসামান্য পেশাদারিত্ব দেখিয়ে তিনি পাকিস্তানী দখলদার বাহিনীর উপর অসংখ্য বিমান আμমণের নেতৃত্ব দেন ও বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও মক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম, পিএসসি কে স্বাধীনতা পুরস্কার ২০১৭ প্রদান করা হয়। মরহুমের প্রথম জানাযার নামাজ শুμবার সকাল ১১ ঘটিকায় বিমান বাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁও-এ এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ জুমআ গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। অতঃপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী বেসামরিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে।

সম্পর্কিত পোস্ট