Home » মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

Author: আইএসপিআর

ঢাকা, ২৬ অক্টোবর ২০১৬: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুসমা) মালিতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ আবুল বাশার, ইএমই অপারেশনাল কার্যক্রমে নিয়োজিত থাকা অব¯হায় সড়ক দুর্ঘটনায় গত ১৩ অক্টোবর ২০১৬ তারিখে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর ১১ মাস।
মরহুমের মরদেহ ২২ অক্টোবর ২০১৬ তারিখ দেশে আনা হয় এবং ২৪ অক্টোবর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের আত্মীয়-স্বজনের পাশাপাশি সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ও সকল পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে সামরিক হেলিকপ্টারযোগে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ী কুমিল্লার তিতাস থানার পুরাকান্দি গ্রামে নেয়া হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল ও ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যব¯হাপনায় পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি চৌকষ দল তাকে বিদায়ী সালাম প্রদান করেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশসহ তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট