Home » মালয়েশিয়া সফর শেষে বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

মালয়েশিয়া সফর শেষে বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

Author: আইএসপিআর

ঢাকা, ০১ এপ্রিল ২০১৯ ঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মালয়েশিয়া সফর শেষে সোমবার (০১-০৪-২০১৯) দেশে প্রত্যাবর্তন করেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান “Malaysian Armed Forces Staff College” পরিদর্শন করেন। Malaysian Armed Forces Staff College কর্তৃক আয়োজিত একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনী প্রধান এর নাম Malaysian Armed Forces Staff College Hall of Fame এ ১৩তম ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান স্টাফ কলেজের ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি Malaysian Armed Forces Staff College এর কমান্ড্যান্ট এর সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

উপরোক্ত পরিদর্শন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান “Langkawi International Maritime and Aerospace Exhibition (LIMA)-2019” ও “Air Chiefs Conference” এ অংশগ্রহণ করেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর সুসম্পর্ক উন্নয়ন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট