Home » মায়ানমার ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

মায়ানমার ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২০ জুন ২০১৭ ঃ বাংলাদেশ সেনাবাহিনী ও মায়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক (১ঝঞ অৎসু ঃড় অৎসু ঝঃধভভ ঞধষশ ) আজ মঙ্গলবার (২০-৬-২০০১৭) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক ও বিবিধ সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। মায়ানমার সেনাবাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল অং ক্যায় জ্য (Lt Gen Aung Kyaw Zaww) এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দীন।

সেনাবাহিনী প্রধানের সাথে মায়ানমার ও দক্ষিণ সুদানের সেনা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে মঙ্গলবার (২০-৬-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সফররত মায়ানমার ও দক্ষিণ সুদানের সেনা প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
লেফটেন্যান্ট জেনারেল অং ক্যায় জ্য মায়ানমার এবং চীফ অব ডিফেন্স ফোর্স অফিসের ডাইরেক্টর ফর ট্রান্সফরমেশন মেজর জেনারেল রবি মুজুং ইমানুই লাইলা (Major General Rabi Mujung Emmanue Laila)  দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন । সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও নিজ নিজ দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল অং ক্যায় জ্য এর নেতৃত্বে ০৬ সদস্যের মায়ামারের প্রতিনিধি দল এবং মেজর জেনারেল রবি মুজুং ইমান্যু লাইলা এর নেতৃত্বে ০৫ সদস্যের দক্ষিণ সুদানের প্রতিনিধি দল ৫ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় আগমন করেন। সফরকালে প্রতিনিধি দলদ্বয় বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামী ২৩ জুন দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। এছাড়া, মায়ামারের প্রতিনিধি দলটি আগামী ২১ জুন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন ।

সম্পর্কিত পোস্ট