Home » মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ সমাপ্ত

মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা,১১ জানুয়ারি ২০২০ঃ- মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার (১১-০১-২০২০) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ দলের এমেচার গলফার মোঃ স¤্রাট শিকদার মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ পুরুষ একক এর শিরোপা জয় করেন। শেষ রাউন্ডে পারের চেয়ে ০২ স্ট্রোক বেশী খেললেও আগের তিন রাউÐে ভাল খেলার সুবাদে তিনি এ শিরোপা বিজয় নিশ্চিত করতে সক্ষম হন। তার চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৭০ + ৭০ + ৭১ + ৭৪ = ২৮৫ যা সর্বমোট পারের চেয়ে ০৩ স্ট্রোক কম। বাংলাদেশের অপর গলফার মােহাম্মদ ফরহাদ পারের চেয়ে ০৪ স্ট্রোক বেশী খেলে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তার চার রাউÐের ফলাফল যথাক্রমে ৭২ + ৭৪ + ৭৬+ ৭০ = ২৯২ যা পারের চেয়ে ০৪ স্ট্রোক বেশী। ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শাহাব উদ্দিন পারের চেয়ে ০৪ স্ট্রোক বেশী (৭৫ + ৭০ + ৭১ + ৭৬ = ২৯২) খেলেছেন। মোহাম্মদ ফরহাদ ও সৈনিক শাহাব উদ্দিনের স্ট্রোক সমান হলেও পশ্চাৎ গণনার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করতঃ রানার-আপ ও ৩য় স্থান অধিকারী ঘোষণা করা হয়েছে।

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার এবং সৈনিক জাকিয়া সুলতানা এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ‘এ’ দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ১৩ স্ট্রোক বেশী খেলে (১৪৯ + ১৫২) ৩০১ গ্রস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার এবং সৈনিক রিংকি । আক্তার এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ‘বি’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাদের দুই রাউÐের সর্বমোট গ্রস স্কোর (১৪৮ + ১৭০) ৩১৮ যা পারের চেয়ে ৩০ স্ট্রোক বেশী।

মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার পারের চেয়ে ০৪ স্ট্রোক বেশী খেলে (৭৬ + ৭২) ১৪৮ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। বাংলাদেশী মহিলা গলফার সৈনিক নাসিমা আক্তার পারের চেয়ে ০৫ স্ট্রোক বেশী খেলে। (৭০ + ৭৯) ১৪৯ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন। আরেক বাংলাদেশী মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ০৮ স্ট্রোক বেশী (৭৬ + ৭৬ = ১৫২) খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর, ওরিয়ন এপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান ওবাইদুল করিম, মুজিব কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ এর সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ফরিদুদ্দিন খান (কমি), টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ) এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ)।

সম্পর্কিত পোস্ট