Home » যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এভিয়েশন মেডিসিন এসএমইই-২০১৭ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এভিয়েশন মেডিসিন এসএমইই-২০১৭ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২০ এপ্রিল ঃ- প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ড সার্জন’স অফিস ও বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন মেডিসিন ইনস্টিটিউট এর যৌথ অংশগ্রহণে ০৪ দিনব্যাপী এভিয়েশন মেডিসিন “সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) -২০১৭” অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০-০৪-২০১৭) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর ফ্লাইং উইং হেডকোয়াটার্স এ সমাপ্ত হয়েছে।
বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ মফিদুর রহমান, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উক্ত কার্যক্রম এভিয়েশন মেডিসিন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর উভয় দেশের বিশেষজ্ঞ মত বিনিময়, আন্তঃ পরিচালন উৎকর্ষতা বৃদ্ধি, সামরিক ও বেসামরিক সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে। এছাড়াও এভিয়েশন মেডিসিন ও এভিয়েশন ফিজিওলজি বিষয়ক জ্ঞানের যুগোপযোগী ব্যবহার এবং দেশে ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আর্ত মানবতা এবং দুর্যোগ মোকাবিলা বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।

সম্পর্কিত পোস্ট