Home » যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধানের ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধানের ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৪ জুন ২০১৭ ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) আজ বুধবার (১৪-৬-২০১৭) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) (Major General Tarique Ahmed Siddique (Retd) উপস্থিত ছিলেন।

ইফতার ও নৈশভোজে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। এ সময় মাননীয় মন্ত্রী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Admiral Nizamuddin Ahmed), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার (Air Chief Marshal Abu Esrar), মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট