Home » সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ নভেম্বর ২০১৮ ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে ০৩ দিনের শুভেচ্ছা সফরে আগামী ১০ নভেম্বর ২০১৮ তারিখ (শনিবার) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে গমন করবেন।

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার (অষ-ঐধসৎধ ঈড়সনধঃ ঞৎধরহরহম ঈবহঃবৎ) পরিদর্শন করবেন। সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশী সেনাবাহিনী প্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে গমন করছেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৪ নভেম্বর ২০১৮ (বুধবার) তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত পোস্ট