Home » সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক অনুশীলনের বিষয়ে সতর্কবাণী

সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক অনুশীলনের বিষয়ে সতর্কবাণী

Author: আইএসপিআর

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০১৯ ঃ আগামী ২২ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত চট্টগ্রামের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হবে।

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তিন বাহিনীর উর্ধতন সামরিক কর্মকর্তাগণ চুড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করবেন। এ অনুশীলনের মাধ্যমে আন্তঃবাহিনীর সমনি¡ত যুদ্ধ সক্ষমতা, যোগাযোগ এবং যুদ্ধ কৌশলগত পরিকল্পনার বাস্তবিক প্রয়োগ রপ্ত করা সম্ভব হবে।

মহড়া চলাকালীন সময়ে জননিরাপত্তার স্বার্থে কুতুবদিয়া সংলগ্ন (ফাতেহ পাড়া, কালাম পাড়া, বঙ্গকাটা, আকবর আলী পাড়া, চাঁদের পাড়া এবং চরধুরং) এলাকায় বসবাসকারী সকল বেসামরিক ব্যক্তিবর্গ ও নৌযান সমুহকে অনুশীলন এলাকা (২১০ ৫৬.৮’ উত্তর ০৯১০৪৬.০০ পূর্ব, ২১০৫১.৩’ উত্তর ০৯১০৪৬.০০’ পূর্ব, ২১০৫১.৩’ উত্তর ০৯১০ ৫২.৬০’ পূর্ব, ২১০ ৫৬.৮’ উত্তর ০৯১০ ৫২.৬০’ পূর্ব) যথাসম্ভব পরিহার করে সতর্কতার সাথে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, বর্ণিত অনুশীলন সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।

 

সম্পর্কিত পোস্ট