Home » সিঙ্গাপুরে যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন পর্যবেক্ষণ করলেন সেনাবাহিনী প্রধান

সিঙ্গাপুরে যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন পর্যবেক্ষণ করলেন সেনাবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ০৪ এপ্রিল ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি সিঙ্গাপুর সফরকালে আজ বৃহস্পতিবার (০৪-০৪-২০১৯) সিঙ্গাপুরে চলমান যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের চূড়ান্ত দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সমন¡য়ে সিঙ্গাপুরের Regional Humanitarian Assistance and Disaster Response Coordination Centre (RHCC) এর সাথে ২৫টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক এনজিও এর অংশগ্রহণে ৪ দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অনুশীলন COORES 2019 গত ০১ এপ্রিল ২০১৯ তারিখে সিঙ্গাপুরে শুরু হয়। বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীসহ বেসামরিক কয়েকটি প্রতিষ্ঠানের ৪১ জন সদস্য উক্ত যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে অংশগ্রহণ করে। আরও উল্লেখ্য, দেশের বাইরে এবারই প্রথম বাংলাদেশ এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে সহযোগী আয়োজকের ভূমিকা পালন করছে।

সেনাবাহিনী প্রধান একই দিনে সিঙ্গাপুরের চীফ অফ ডিফেন্স ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল মেলভিন অং (Melvyn Ong) এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুরের স্বনামধন্য ST Kinetics ডিফেন্স ফ্যাক্টরীসহ বেশকিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সম্পর্কিত পোস্ট