Home » সুদানের দারফুরে বাংলাদেশ সেনাবাহিনীর সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানী/৮ প্রতিস্থাপন

সুদানের দারফুরে বাংলাদেশ সেনাবাহিনীর সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানী/৮ প্রতিস্থাপন

Author: আইএসপিআর

ঢাকা ১৩ আগষ্ট ২০১৬:- জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় ইউনাইটেড নেশন্স আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুর (ইউনামিড)-এ প্রতিস্থাপনের উদ্দেশ্যে সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানী/৮ এর ১৭৫ জন সদস্য শুক্রবার রাত ১টায় জাতিসংঘের চার্টার্ড বিমান যোগে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

দারফুর সুদানে ২০০৮ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ কন্টিনজেন্টের দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ। ইতোমধ্যে কন্টিনজেন্টটি সে দেশের সরকারের প্রশংসা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিসংঘ সদর দপ্তরও এই কন্টিনজেন্টটির দক্ষতার ভূয়সী প্রশংসা করেছে।

সম্পর্কিত পোস্ট