Home » সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের বীর শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ওয়াল“ মৃত্যৃঞ্জয়ী-৭১” ও এর নামফলকের শুভ উদ্বোধন

সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের বীর শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ওয়াল“ মৃত্যৃঞ্জয়ী-৭১” ও এর নামফলকের শুভ উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৯ঃ- সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের বীর শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ওয়াল“ মৃত্যৃঞ্জয়ী-৭১” ও এর নামফলক আজ সোমবার (৩০-১২-২০১৯) ঢাকা সেনানিবাসস্থ সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সিওডি) এর মেইন গেইট সংলগ্ন স্থানে উদ্বোধন করা হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসপি, জি প্রধান অতিথি হিসেবে এই “মৃত্যুঞ্জয়ী-৭১” মেমোরিয়াল ওয়াল উদ্ধোধন করেন।

উল্লেখ্য, অসংখ্য বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের একেবারে শুরু থেকেই অর্ডন্যান্স কোরের বিভিন্ন পদবীর সামরিক ও অসামরিক বীর সেনানীরা মাতৃভূমিকে মুক্ত করতে পাক বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে বীরত্বের সাথে যুদ্ধ করে এই কোরের সামরিক ও অসামরিক সদস্য মিলে মোট ৪৫ জন সদস্য শহীদ হন। বীর শহীদদের মূল্যবান জীবন বিসর্জনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা।

ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে ও অনুসরণ করতে পারে তারই প্রচেষ্ঠার অংশ হিসেবে বীর এই শহীদদের স্মরনে সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সিওডি) এর মেইন গেইট সংলগ্ন স্থানে (বিমান বন্দর সড়কের পাশে) ১৯৭৫ সালে তৎকালীন সিওডি কমান্ড্যান্ট পরবর্তীতে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী (অবঃ) একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। স্মৃতিস্তম্ভটি স্থানান্তর করে সকলের জন্য দর্শনের উপযুক্ত স্থান হিসেবে বর্তমান অবস্থানে পূনঃনির্মাণ করা হয়েছে। এবং এর নামকরণ করা হয়েছে “মৃত্যুঞ্জয়ী-৭১”। মহান মুক্তিযুদ্ধে বাঙালী জাতি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল নামফলক সম্বলিত এ দেয়ালটি সেই প্রতিরোধেরই প্রতীকী প্রকাশ যার মাঝে অর্ডন্যান্স কোরের ৪৫ জন বীর শহীদদের নাম অলংকৃত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের উর্দ্বতন কর্মকর্তা, সিওডির অর্ডন্যান্স কোরের সকল শহীদ পরিবারের সদস্য, সিওডির সকল অফিসার ও বিভিন্ন পদবির জেসিওগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট