Home » সেনাবাহিনী প্রধানের ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সাথে সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সাথে সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ২৩ মে ২০১৯ (বৃহস্পতিবার)ঃ হাওয়াই সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি গতকাল বুধবার (২২-০৫-২০১৯) হুনুলুলুতে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউন (General Robert B Brown) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান রয়েল ব্রুনেই ল্যান্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দাতো সেরি পাহল্ওয়ান আওয়াং খায়রুল হামেদ বিন আওয়াং হাজী ল্যামপোহ্ (Brig General Dato Seri Pahlawan Awang Khairul Hamed Bin Awang Haji Lampoh) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তুারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

 

সম্পর্কিত পোস্ট