Home » সেনাবাহিনী প্রধানের দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের এসআরএসজি ও ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের এসআরএসজি ও ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

সেনাবাহিনী প্রধানের দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের এসআরএসজি ও ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৪ এপ্রিল ২০১৯ (বুধবার) ঃ মিশন এলাকায় সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, আজ (২৪ এপ্রিল ২০১৯ তারিখ) দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস (UNMISS) এর এসআরএসজি ডেভিড শিয়েরার (David Shearer) এবং ফোর্স কমান্ডার লে. জেনারেল ফ্র্যাঙ্ক মুশিও কামানজি (Lt General Frank Mushyo Kamanzi) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা উভয়ই দক্ষিণ সুদানের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমুহের সেনাসদস্যেদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন এবং দক্ষিণ সুদানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন এবং দরবারে সেনাসদস্যেদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পৃথকভাবে কন্টিনজেন্টসমূহের অফিসারদের উদ্দেশ্যেও বক্তব্য প্রদান করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল গ্যাব্রিয়েল জক রিয়াক (General Gabrial Jok Riak) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি দক্ষিণ সুদানের ওয়াও এর গভর্নর ও উচ্চপর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন।

সম্পর্কিত পোস্ট