Home » সেনাবাহিনী প্রধানের সাথে সৌদি বর্ডার গার্ড এর ডিজির সৌজন্য সাক্ষাত

সেনাবাহিনী প্রধানের সাথে সৌদি বর্ডার গার্ড এর ডিজির সৌজন্য সাক্ষাত

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ এপ্রিল ২০১৯ ঃ বাংলাদেশে সফররত সৌদি বর্ডার গার্ড এর ডাইরেক্টর জেনারেল (ডিজি) ভাইস এডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি (Vice Admiral Awwad Eid Al Aradi Al Balawi) আজ রবিবার (২৮-৪-২০১৯) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি আজ পিএসও এএফডি এবং ডিজি কোস্টগার্ড এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সৌদি বর্ডার গার্ডের ডিজির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৭ এপ্রিল ২০১৯ তারিখ বাংলাদেশে এসে পৌঁছায়। সফরকালে তাঁরা নৌবাহিনী প্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সফরশেষে প্রতিনিধি দলটি আগামী ০১ মে ২০১৯ তারিখে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

 

সম্পর্কিত পোস্ট