Home » সেনাবাহিনী প্রধানের সাথে ফিলিস্তিনি প্রতিনিধি দল এবং পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা এর সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে ফিলিস্তিনি প্রতিনিধি দল এবং পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা এর সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ২৩ মে ২০২২: বাংলাদেশে সফররত ফিলিস্তিনি প্রতিনিধি দল আজ সোমবার (২৩ মে ২০২২) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দলের দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি মিলিটারি ইন্টেলিজেন্স এর মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ (Major General Zakaria A. H. Musleh)। এর আগে পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা Colonel Radoslaw Grabski সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই আলোচনার মধ্য দিয়ে ফিলিস্তিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো।

 

সম্পর্কিত পোস্ট