Home » সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএসআইএসসি কলেজ ভবনের উদ্বোধন

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএসআইএসসি কলেজ ভবনের উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা, ২৪ জুন: ঢাকাস্থ বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিএসআইএসসি) এর কলেজ ভবনের উদ্বোধন অনুষ্ঠান আজ সোমবার (২৪-৬-২০১৯) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএসআইএসসি কলেজ ভবনের উদ্বোধন করেন । উদ্বোধন শেষে দেশ ও জাতির অগ্রগতি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। সেনাবাহিনী প্রধানসহ উপস্থিত সকলে মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর আগে, প্রধান অতিথি কলেজ প্রাঙ্গনে এসে পৌঁছলে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মির্জা এজাজুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএসআইএসসি ২০০১ সালে তার পদযাত্রা শুরু করে। ইংরেজি মাধ্যমে ‘ও ’এবং ‘এ’ লেভেল এবং ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) এস এস সি পর্যন্ত সকল পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ভাল ফলাফলের স্বাক্ষর রেখে আসছে। মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে চলতি বছর প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অনুমোদন লাভ করে ।

সম্পর্কিত পোস্ট