আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে ‘সমুদ্র অভিযান’
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া “ 3rd Multilateral Naval Exercise Komodo (MNEK-2018)” তে অংশগ্রহণ শেষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ বৃহস্পতিবার (২৪-০৫-২০১৮) সকালে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছায়।