Home » আগামীকাল ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮ এর উদ্বোধন

আগামীকাল ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮ এর উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা, ০২ মার্চ ২০১৯ (শনিবার) ঃ বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল রোববার (০৩-৩-২০১৯) বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামিম উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। সন্ত্রাস দমন ও দূর্যোগ ব্যবস্থাপনা এবারের যৌথ প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ অনুশীলন ‘সম্প্রীতি’ অনুষ্ঠিত হচ্ছে। এই যৌথ অনুশীলন ০২ মার্চ ২০১৯ তারিখ হতে শুরু হয়েছে এবং আগামী ১৫ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য, ২০১০ সাল হতে এক বছর অন্তর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট