Home » BD Navy Ship Samudro Avijan left Chottogram For Srilanka India for Training Tour

BD Navy Ship Samudro Avijan left Chottogram For Srilanka India for Training Tour

Author: আইএসপিআর

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৯ঃ   বন্ধুপ্রতিম দেশ শ্রীলংকা ও ভারতে প্রশিক্ষণ সফরে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘‘সমুদ্র অভিযান’’ আজ রবিবার (০১-০৯-২০১৯) দুপুরে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদেরকে বিদায় জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৭ হতে ১০ সেপ্টেমবর  শ্রীলংকার কলম্বো বন্দরে এবং ১৪ হতে ১৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যমত্ম ভারতের বিশাখাপত্তম এ অবস্থান করবে। উক্ত সফরে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ২৫৭ জন সদস্য অংশগ্রহণ করছে। সফরকারী নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান এর অধিনায়ক হিসেবে রয়েছেন কমান্ডার এম জহিরম্নল ইসলাম। জাহাজটি উক্ত প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। উলেস্নখ্য, প্রশিক্ষণ সফর শেষে জাহাজটি আগামী ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট